ঋতুপত্র
......... শাম্মী খাঁন
প্রিয় বৃক্ষটি আমার বসন্ত আসার আগেই বদলিয়ে ফেলো পত্র পল্লবের রঙ।
ঋতুতে ঋতুতে বাহারি রঙ তোমার অঙ্গে ধারণ করো আর,
মাঘীপূর্ণিমা রাত থেকে ফ্যাকাসে হলদে হতে থাকো ফ্লাগুনে রঙিন বসন্তের আগেই ঝরে পড়ো অসুখী লাল টুকটুকে বধুর মতো।
বধুর রেখে যাওয়া কচি শিশুর মতো উঁকি দেয় সবুজ শ্যামল প্রাণবন্ত কচি পাতা ষষ্ঠ পর্ণা খুঁজে তার গন্ধ বিধুর পুস্পমালা।
তুমি ই আমার প্রিয় সেই কাঠবাদাম বৃক্ষ---- যার রূপে -গুণে আমি হয়ে যাই মাতোয়ারা।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।