ক্রাইম পেট্রোল ডেস্কঃ
পাক পবিত্র অবস্থায় ওযু করে কবরের পশ্চিম পার্শ্বে কবরকে সামনে রেখে দাঁড়িয়ে ( এর ব্যতিক্রম ও করা যায়) কবরবাসীদের উদ্দেশে নিম্নের সালাম দিবে।
সালামঃ আস্ সালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি মিনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মু'মিনীনা ওয়াল মু'মিনাতি, আনতুম লানা সালাফুন, ওয়া নাহনু লাকুম তাবাউন, ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন।
এরপর সূরা ফাতিহা, সূরা তাকাছুর, কাফিরুন, ইখলাস, ফালাক, নাস, আয়াতুল কুরসি, সূরা ইয়াসিন, কয়েকবার ইসতিগফার, কয়েকবার দুরূদ শরীফ ইত্যাদি পাঠ করে সমস্ত রূহের উপর সওয়াব বখশিশ করে দিবে। তারপর কবরকে পিছনে রেখে কিবলামুখী হয়ে মোনাজাত করা ভালো।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।