আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমার কন্যা সন্তান নিয়ে শেফালী বেগমের ঠিকানা এখন চিলাহাটি রেল স্টেশনে। কান্না ভেজা কন্ঠে এমন দুঃখের কথা গুলো বললেন গৃহবধূ শেফালী। শেফালী কেতকীবাড়ি ইউনিয়নের দক্ষিণ কেতকীবাড়ি গ্রামের আব্দুলের মেয়ে। জানা যায়, ভোগডাবুরী ইউনিয়নের বৌ-বাজার এলাকার শাহের আলী দ্বিতীয় বিয়ে করার পর স্বামী ও বাবার ভিটা বাড়িতে জায়গা জুটলনা এক সন্তানের জননী শেফালী বেগমের। বড় ভাই বাবুল তাকে বাবার ভিটা থেকে তাড়িয়ে দেওয়ায় ১০ বছরের এক কন্যা সন্তানকে নিয়ে দেড় বছর যাবত চিলাহাটি রেলস্টেশনে ঝুঁকি নিয়ে অবস্থান করতে দেখা গেছে মা ও মেয়েকে। শেফালীর এখন একটাই ভাবনা তার মেয়ে দিনদিন বড় হচ্ছে, মেয়ের ভবিষ্যত কোথায় গিয়ে দাঁড়াবে। তাই সে কেতকীবাড়ি ইউপি চেয়ারম্যানের কাছে একটু জায়গা নিয়ে ঘর বানিয়ে মেয়েকে ভাল রাখতে চায়। এর জন্য চেয়ারম্যানের কাছে একাধিক বার গিয়েও কোন ফল পায় নি বলে শেফালী জানান।
কেতকীবাড়ি ইউপি চেয়ারম্যান জহুরুল হক দিপু বলেন, শেফালীর কোন জমা-জমি নাই কোথায় তাকে সরকারি ঘর তুলে দিবো। সময় ও সুযোগ মতো তার ব্যবস্থা করবো।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।