ক্রাইম পেট্রোল ডেস্ক।।
পুলিশ কনস্টেবল নিয়োগে প্রার্থীদের প্র*তারণার শিকার না হওয়ার বার্তা দিয়েছে পুলিশ সদর দপ্তর। মঙ্গলবার বিকেলে বাংলাদেশ পুলিশের ভেরিফায়েডের ফেসবুক পেজে এ বার্তা দেওয়া হয়।
ফেসবুক বার্তায় পুলিশ সদর দপ্তর জানিয়েছে, পুলিশ কনস্টেবল পদে নিয়োগ লাভে প্রলোভনে পড়ে প্র*তারিত হবেন না। স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে প্রার্থী নির্বাচন করা হচ্ছে। বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে নিয়োগ লাভে প্রলোভনে পড়ে কারো সঙ্গে আর্থিক লেনদেন বা অন্য কোনো অনিয়মে জড়িয়ে প্র*তারিত না হতে সবার প্রতি অনুরোধ করা হচ্ছে। কেউ আর্থিক লেনদেন বা অন্য কোনো উপায়ে কনস্টেবল পদে নিয়োগের প্রতিশ্রুতি দিলে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণে বাংলাদেশ পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ। কেউ কোনো প্র*তারকের সন্ধান পেলে নিকটস্থ থানায় বা পুলিশ সুপারের অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হলো।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।