লিটন গাজী, বিশেষ প্রতিনিধি>> শুক্রবার বিকাল ৫ টায় রাজধানীর কদমতলী থানা প্রেসক্লাবের অস্থায়ী প্রধান কার্যালয় গিয়াস মার্কেটের ২য় তলায় স্বপ্নপূরণ পাঠশালার সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফল উৎসবের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু প্লাজার চেয়ারম্যান মাকসুদুর রহমান বাবু এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য মনিরুল ইসলাম মনির। এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল রানা, যাত্রাবাড়ী সাংবাদিক ক্লাবের সভাপতি এবং দৈনিক দিনপ্রতিদিন পত্রিকার সম্পাদক মোঃশফিকুল ইসলাম সাদ্দাম, সিএনএন বাংলা টিভির ক্রাইম রিপোর্টার সোলাইমান, ডেমরা থানা প্রেসক্লাবের সদস্য মুশফিকুর রহমান, বাংলাদেশ সমাচার পত্রিকার রিপোর্টার রিপন চিশতি, বিডি লাইভ ২৪ নিউজের প্রধান সম্পাদক মোগল হোসাইন সম্রাট, কদমতলী থানা প্রেসক্লাবের সভাপতি এস,এইচ শিবলী, সিনিয়র সহ-সভাপতি সুমন চৌধুরী, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক এস কে সবুজ আহমেদ, দপ্তর সম্পাদক এম এ কালাম, কার্যকরী সদস্য মুস্তাফিজুর রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক লিটন গাজী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লায়ন মেহেদী হাসান, সদস্য মাহবুবুর রহমান, মাসুম বিল্লাহ সুমন, মুক্তার হোসেন, আব্দুর রহিম, পারভেজ হোসেনসহ ক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মাকসুদুর রহমান বাবু বলেন, কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলের এ উৎসবকে আমি স্বাগত জানাচ্ছি এবং এমন মহৎ একটি উদ্যোগ গ্রহণ করায় ধন্যবাদ জানাচ্ছি কদমতলী থানা প্রেসক্লাবের সকল সদস্যকে।
তিনি বলেন, সমাজের প্রতিটা বিত্তবান মানুষ যদি এমন মহৎ কাজে এগিয়ে আসে তাহলে আমাদের সমাজকে আমরা অসহায় এবং দারিদ্র্যমুক্ত করে গড়ে তুলতে পারবো।
যাত্রাবাড়ী থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল রানা বলেন, আমরা সাংবাদিক ক্লাসগুলো যদি কদমতলী থানা প্রেসক্লাবের মতো এমন মহৎ কাজে এগিয়ে আসি তাহলে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য অনেক বড় পাওয়া হবে বলে আমি মনে করি।
কদমতলী থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বলেন, অসহায় ও দুস্থ শিশুদের কল্যাণে কাজ করতে পেরে আমারা প্রেসক্লাবের সবাই আনন্দিত। এভাবেই আমরা সমাজের দরিদ্র অসহায় মানুষদের জন্য কাজ করে যেতে চাই।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।