লিটন গাজী, ঢাকা>> কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত ৪ তারিখ গত শুক্রবার সন্ধায় রাজধানীর কদমতলী থানাধীন মেরাজনগর গিয়াস মার্কেট প্রাঙ্গণে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত পেশাদার সাংবাদিকদের উদ্যোগে সামাজিক দূরত্ব বজায় রেখে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
কদমতলী থানা প্রেসক্লাবের সভাপতি এইচ এম শিবলীর সভাপতিত্বে, কদমতলী থানা প্রেসক্লাবের সিনিয়র সভাপতি সুমন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন মীর। অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন কদমতলী থানার ওসি তদন্ত সজীব দে, ওসি অপারেশন জাকির হোসেন, অ্যাড. আমিনুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সদস্য গোলাম পারভেজ দিদার, বীর মুক্তিযোদ্ধা ওয়াসিউদ্দীন নূরানী, ,স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সদস্য কালাম সিকদার, সাবেক কেন্দ্রীয় সদস্য বাংলাদেশ আওয়ামী যুবলীগ হাজি সেরা উদ্দিন , সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান । এসময় উপস্থিত ছিলেন এস আই জয়, সাংগঠনিক সম্পাদক এস কে সবুজ আহমেদ, লিটন গাজী, ফারুক আহমেদ, কাঞ্চন মল্লিক, সুজন আহমেদ, কাউসার আহমেদ,এম, এ, কালাম,সফিকুল সহ প্রায় শতাধিক সাংবাদিক। শেষে অতিথিদের উদ্দেশে বাউল গান পরিবেশন করা হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।