লিটন গাজী, বিশেষ প্রতিনিধি>> ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কদমতলী থানার ৬০ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর দেওয়ান এর উদ্যোগে ২০০ জন হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী (চিনি, সেমাই ও দুধ) বিতরণ করা হয়েছে।গতকাল রবিবার সকাল ১১ টার কদমতলীর রহিছনগর এলাকায় অবস্থিত তার রড-সিমেণ্টের দোকান থেকে এই ঈদ সামগ্রী বিতরণ হয়। এসময় উপস্থিত ছিলেন মোঃ শেখ জাহিদ, সুমন,আমিনুল ইসলাম সোহেল,রফিকুল ইসলাম জীবন, সেন্টু চৌধুরী, মোঃ রনি, মোঃ দেলোয়ার হোসেন, সামীম রহমান, মহিলা নেত্রী পৃতি খান।
ঈদ সামগ্রী বিতরণ শেষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কদমতলী থানার ৬০ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. জাহাঙ্গীর দেওয়ান বলেন, "আমার সামর্থ্য অনুযায়ী আমি এই অল্প মানুষের পাশে দাঁড়িয়েছি, এটুকুই আমার পক্ষে সম্ভব হয়েছে। এসময় তিনি যার যার অবস্থান থেকে গরীব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।