আবু সায়েম মোহাম্মদ সা'-আদাত উল করীম:
কক্সবাজার শুধু বাংলাদেশেরই নয়। কক্সবাজার পৃথিবীর বৃহত্তর সমুদ্র সৈকত । আর এই অসাধারণ সুন্দর সমুদ্র সৈকত কক্সবাজারে পর্যটকদের বসার জন্য স্থাপিত হয়েছে কিটকট চেয়ার । আর এই চেয়ারগুলো বিনামূল্যে ব্যবহারের জন্য সুপারিশ করেছেন গৃহায়ণ ও গণপূর্ত সংসদীয় স্থায়ী কমিটি। এছাড়া কক্সবাজারের সব হোটেল-মোটেল ও গেস্ট হাউজগুলোতে (এসটিপি) কৌশলগত পরিবহণ পরিকল্পনার আওতায় আনার জন্য সুপারিশও করেছেন এই কমিটি।
২৪ নভেম্বর, রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সপ্তম বৈঠকে এইসব সুপারিশ করা হয়।
কমিটির সভায় সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনসহ বৈঠকে কমিটির সদস্য, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম, নারায়ণ চন্দ্র চন্দ, মো. জিল্লুল হাকিম, মো. মনোয়ার হোসেন চৌধুরী, আনোয়ারুল আশরাফ খান এবং ফরিদা খানম উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, কক্সবাজার সমুদ্র সৈকতে কিটকট চেয়ারগুলোর অর্ধেক বিনামূল্যে ব্যবহার করতে দেয়ার জন্য ২০১৬ সালে নির্দেশনা দেন হাইকোর্ট। বিনামূল্যের চেয়ার নিয়ে দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা চলছিল। সম্প্রতি সমুদ্র সৈকত থেকে এসব চেয়ার একেবারে উধাও হয়ে গেছে। এমনকি সাইনবোর্ডও সরিয়ে ফেলা হয়েছে। এ জন্য সরকারি ব্যবস্থাপনায় সেখানে পর্টকদের বিনামূল্যে বসার সুপারিশ করেছেন কমিটি। বৈঠকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে লালখানবাজার পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের জন্য প্রকল্পের কাজ দ্রুতগতিতে শেষ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। এছাড়াও চট্টগ্রামের ডিসি হিল পার্কের সংস্কারের জন্যও সুপারিশ করা হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।