অনলাইন ডেস্ক :
কক্সবাজার পৌরসভার নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মাঝে টাকা বিতরণের অপরাধে মোহাম্মদ ইসমাইল নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জ'রিমানা করা হয়েছে।
শনিবার গভীর রাতে কক্সবাজার শহরের রুহুল আমিন স্টেডিয়ামের সামনে ভোটারদের মাঝে টাকা বিতরণের সময় ইসমাইলকে হাতেনাতে আটক করার পর ভ্রাম্যমাণ আদালত তাকে এই জ'রিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেওয়া কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, 'কক্সবাজার পৌরসভা নির্বাচনে আচরণবিধি ল'ঙ্ঘন ঠেকাতে প্রশাসন কাজ করে যাচ্ছে।'
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোহাম্মদ ইসমাইল জানান, 'গত তিন দিন ধরে তিনি নারকেলগাছ প্রতীকের মেয়র প্রার্থী মাসেদুল হক রাশেদের পক্ষে এভাবে টাকা বিতরণ করছেন।'
তবে এ বিষয়ে মেয়র প্রার্থী মাসেদুল হক রাশেদের বক্তব্য পাওয়া যায়নি।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।