crimepatrol24
১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৯:১১ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কক্সবাজারে অস্ত্রসহ ১৬ রোহিঙ্গা গ্রেফতার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ১০, ২০২০ ৯:১১ অপরাহ্ণ

অনলাইন ডেস্কঃ  কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে সংঘর্ষের ঘটনায় জড়িত সন্দেহে অস্ত্রসহ ১৬ রোহিঙ্গাকে গ্রেফতার করেছে এপিবিএন-১৬-এর কক্সবাজারের সদস্যরা।

শনিবার উখিয়ার বালুখালী চেকপোস্ট ও সোনার পাড়া চেকপোস্টে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা সংঘর্ষের ঘটনায় হওয়া মামলার পর গ্রেফতার এড়াতে পালিয়ে যাচ্ছিল বলে স্বীকার করেছে।

গ্রেফতাররা হলেন- জিয়াউর রহমান (৩০), মো. উসমান (৩০), সৈয়দ উল্লাহ (২৮) ও মো. রফিক (৩০)। তারা উখিয়ার বালুখালী ক্যাম্পের বিভিন্ন ব্লকের বাসিন্দা।

অপরদিকে, শনিবার সকালে উখিয়ার সোনার পাড়া চেকপোস্টে তল্লাশিকালে ১২ জন রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়।তারা হলেন- এজাজুল হক (৬০), রহমত উল্লাহ (২৯), সোনা মিয়া (২১), রশিদ উল্লাহ (১৫), ইয়াচের (২১), উসমান (২১), ইসমাঈল (১৬), কবির আহম্মদ (৪০), সুলতান আহম্মেদ (৪০), আইয়ুব সালাম (২৫), আবুল কাশেম (১৮) ও মো. রফিক উল্লাহ (৩০)।

কক্সবাজারের এপিবিএন-১৬ ব্যাটালিয়নের অধিনায়ক (পুলিশ সুপার) মো. হেমায়েতুর রহমান এ তথ‌্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেফতার ব্যক্তিরা কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গাদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় জড়িত ছিল। শনিবার সকালে এপিবিএনের সদস্যরা তল্লাশি করে ক্যাম্প থেকে পালানোর সময় চারটি রামদাসহ চার রোহিঙ্গাকে গ্রেফতার করে।এসব রোহিঙ্গাদের সংশ্লিষ্ট মামলায় আসামি দেখিয়ে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এপিবিএন অধিনায়ক (এসপি) মো. হেমায়েতুর রহমান।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত