সিভিল সার্জন মীর মোবারক হোসেন বললেন- "ওনার তো প্রমোশন হয়েছে।”
কামরুল হক চৌধুরী, বিশেষ প্রতিনিধি>>
কুমিল্লার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: শহীদুল ইসলাম (১১৩৭২৩) কে ওএসডি করা হয়েছে। বদলী পদায়নকৃত কর্মস্থলের কলামে তার নাম বরাবরে লেখা আছে- "ওএসডি, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা ও প্রোগ্রাম ম্যানেজার-২, এনসিডিসি।"
রাষ্ট্রপতির আদেশক্রমে ২৫ নভেম্বর'২০২১ খ্রি: তারিখে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই আদেশ প্রদান করা হয়। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়- জনস্বার্থে এ আদেশ জারি করা হলো এবং অবিলম্বে কার্যকর করা হবে।
এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লার সিভিল সার্জন মীর মোবারক হোসেন বলেন, "ওনার তো প্রমোশন হয়েছে"। তাহলে আদেশপত্রে "ওএসডি" লেখা কেন জানতে চাইলে তিনি কিছুটা ইতস্ততভাবে বলেন, এটা তার বেতন তুলতে লাগবে তাই এভাবে অর্ডারটিতে লেখা হয়েছে। আর শুধু ওএসডি লিখলে তো মনে করবে, শাস্তি স্বরূপ ওএসডি করা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।