কামরুল হক চৌধুরী, বিশেষ প্রতিনিধি:
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর পক্ষ থেকে কুমিল্লা-১ আসনের সংসদসদস্য এবং আইইবি'র প্রেসিডেণ্ট ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর কে ফুলেল সংবর্ধনা দেয়া হয়েছে।
আজ রোববার (১০ মার্চ ২০২৪ খ্রি.) বিকেলে আইইবি মিলনায়তনে
এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে এ সংবর্ধনা দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন আইইবি'র ভাইস-প্রেসিডেণ্ট বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. নূরুজ্জামান। শুভেচ্ছা বক্তব্য রাখেন আইইবি'র সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এস.এম মনজুরুল হক মন্জু। অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইইবি'র প্রাক্তন প্রেসিডেণ্ট বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. কবির আহমেদ ভূঞা, প্রকৌশলী নূরুল হুদা এবং অধ্যাপক ড. প্রকৌশলী এম. শামীম জেড বসুনিয়া পিইঞ্জি।
সংবর্ধিত অতিথি নবনির্বাচিত এমপি ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, 'আসলেই আমি আজ অভিভূত। এতোটা আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাকে সংবর্ধনা দেয়া হবে তা আমি ভাবিনি।
আমি কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে। তিনি আমাকে দলীয় মনোনয়ন দিয়েছিলেন বলেই এবং দাউদকান্দি- তিতাসের জনগণ আমাকে ভোট দিয়েছেন বলেই আজ আমি মহান জাতীয় সংসদে কথা বলার সুযোগ পাচ্ছি।'
তিনি আরও বলেন, 'ইঞ্জিনিয়ারদের স্বার্থ রক্ষায় যা যা করতে হবে তাই করা হবে ইনশাআল্লাহ। আর আমার নির্বাচনী এলাকা দাউদকান্দি এবং তিতাস উপজেলাকে উন্নত সমৃদ্ধ স্মার্ট এবং মাদকমুক্ত করা হবে।'
পুরো অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ইঞ্জিনিয়ার আবুল কালাম হাজারী। সবশেষে আকর্ষণীয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।