ক্রাইম পেট্রোল ডেস্কঃ এমপিওভুক্ত শিক্ষকের পেনশনের টাকা প্রদানে হ'য়রানির অভিযোগে বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরাে (ব্যানবেইস) ঢাকা কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন( দুদক)।
গতকাল মঙ্গলবার দুদক কার্যালয়ের সহকারী পরিচালক মানসি বিশ্বাস ও মো: আবুল কালাম আজাদ এর সমন্বয়ে একটি টিম এ অভিযান পরিচালনা করে।
দুদক সূত্রে জানা গেছে, বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরাে (ব্যানবেইস), ঢাকা-এর কর্তৃপক্ষের বিরুদ্ধে অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকের পেনশনের টাকা প্রদানে হ'য়রানির অভিযােগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মানসি বিশ্বাস ও মো: আবুল কালাম আজাদ এর সমন্বয়ে একটি টিম গতকাল ০৮.০৩.২০২২ খ্রি. তারিখে উক্ত দপ্তরে অভিযান পরিচালনা করে। টিম অভিযোগকারীর সাথে কথা বলে জানতে পারে তিনি দীর্ঘ চার বৎসর ধরে ব্যানবেইজে ঘোরাঘুরি করলেও এখনো পর্যন্ত তার অবসর ভাতা পাননি। সরেজমিনে পরিদর্শন কালে জানা যায় যে, ইতোমধ্যে অভিযোগকারীর বিলটি গত ১৭\০২\২২ খ্রি. তারিখে দাখিল করা হয়েছে। কিন্তু তার ব্যাংক হিসাব নম্বর অনলাইন না থাকায় তাতে টাকা জমা হয়নি। অভিযোগকারীকে হিসাব নম্বরটি অনলাইন করে আগামী কালকের মধ্যে ব্যানবেইজে জমা দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। ব্যানবেইজ কর্তৃপক্ষ ২৪ ঘন্টার মধ্যে টাকা জমা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে আশ্বস্ত করেছে। এ প্রসঙ্গে বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর দাখিল করবেন এনফোর্সমেন্ট টিম।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।