মো. সাইফুল্লাহ খাঁন,জেলাপ্রতিনিধি, রংপুর : করোনাকালে মানবিক বিবেচনায় সময়ক্ষেপণের রিটেন পরীক্ষা মওকুফ করে ভাইভার মাধ্যমে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত করে সনদ প্রদানের দাবিতে ১৫ নভেম্বর রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মুখে কালো কাপড় বেঁধে বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ রংপুর বারের শিক্ষানবীশ আইনজীবীদের উদ্যোগে মানববন্ধন-সমাবেশ অনুষ্ঠিত হয়। এমসিকিউ উত্তীর্ণ শিক্ষানবীশ আইনজীবী পলাশ কান্তি নাগ এর সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন শিক্ষানবীশ আইনজীবী রাতুলুজ্জামান রাতুল,শামসুন নাহার কুসুম, তাসমিন লাকি প্রমূখ। বক্তারা বলেন, করোনা মহামারীকালে সময়ক্ষেপণের রিটেন পরীক্ষা মওকুফের দাবিতে আজ ১৩৪ দিন যাবৎ শিক্ষানবীশ আইনজীবীরা আন্দোলন করছে। অথচ এখন পর্যন্ত বার কাউন্সিল এই দাবিটির বাস্তবায়ন করে নি। বিগত ৩ বছরের অধিক সময় যাবত বার কাউন্সিল কেন আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষা নিতে পারেনি তার কোন ব্যাখ্যাও দিতে পারেন নি । চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর বিগত ৮ মাসে বার কাউন্সিল রিটেন পরীক্ষা নিতে ব্যর্থ হয়েছে। বছরের পর বছর এভাবে ঝুলিয়ে রেখে বার কাউন্সিল আমাদের জীবনের মূল্যবান সময়ের অপচয় করতে পারে না। যেখানে স্বাভাবিক সময়ে তারা আমাদের পরীক্ষা নিতে পারেনি,সেখানে কেন এই করোনাকালে সময়ক্ষেপণের বির্তকিত এই রিটেন পরীক্ষাটি নেওয়ার জন্য উঠেপড়ে লেগেছে। নিয়মিত পরীক্ষা হলে কখনোই রিটেন পরীক্ষা মওকুফের দাবি উত্থাপিত হতো না। নূন্যতম সহানুভূতি-মানবিকতা আমাদের প্রতি দেখানো হয় নি। বক্তারা আরও বলেন, করোনাকালে জেএসসি, এইচএসসি পরীক্ষার্থীদের অটোপ্রমোশনসহ বিভিন্ন ক্ষেত্রে ক্ষতিগ্রস্তদের সহায়তা ও প্রণোদনা প্রদান করা হলে শিক্ষানবীশ আইনজীবীদের একটি যৌক্তিক ও মানবিক দাবি কেন বাস্তবায়িত হবে না। আমাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। সময়ক্ষেপণের এই রিটেন পরীক্ষাটি মওকুফ করে একটি ভাইভার মাধ্যমে তালিকাভুক্তির দাবি করছি। আমরা বার কাউন্সিল কর্তৃপক্ষের কাছে বেতন চাই না,ভাতা চাই না শুধু কর্মে প্রবেশের অনুমতিটুকুই চাই। এই মানবিক চাওয়াটির বাস্তবায়নে আমাদের আর কতকাল অপেক্ষা করতে হবে? বক্তারা,অবিলম্বে সময়ক্ষেপণের রিটেন পরীক্ষা মওকুফ করে ভাইভার মাধ্যমে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত করে সনদ প্রদানের দাবি জানান।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।