ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের মহেশপুর এলাকায় ৩৫ বোতল ফেন্সিডিলসহ আবুল বাশার নামে এক ক্লিনিক মালিক বিজিবির হাতে আটক হয়েছেন। তিনি মহেশপুর উপজেলার সামন্তা গ্রামের ছামসুল হকের ছেলে। আবুল বাশারের ভৈরব বাজার ও জিন্নানগর বাজারে “মডার্ন ক্লিনিক” নামে দুইটি বেসরকারি হাসপাতাল আছে।
মহেশপুরের খালিশপুর ৫৮ বিজিবির উপ-পরিচালক মেজর কামরুল হাসান গনমাধ্যম কর্মীদের জানান, রোববার সকালে সামন্তা এলাকায় বিজিবি সদস্যরা টহল দিচ্ছিলেন। এ সময় ক্লিনিক মালিক ও গ্রাম্য চিকিৎসক আবুল বাশার ফেন্সিডিলসহ মোটরসাইকেল যোগে বাজারে যাচ্ছিলেন। বিজিবির টহল দল তার ব্যাগ তল্লাশি করে ৩৫ বোতল ফেন্সিডিল, নগদ ৩ হাজার টাকা ও ১৩৫ সি সি কালো রঙের একটি ভারতীয় ডিসকভার মোটরসাইকেল জব্দ করে। এ ব্যাপারে তার নামে মহেশপুর থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।