জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ
একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ঝিনাইদহ থেকে এমপি পদে মনোনয়ন পেলেন খালেদা খানম। শুক্রবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা শেষে খালেদার নাম ঘোষণা করা হয়। খালেদা খানম ১৯৮৭ সাল থেকে ছাত্রলীগের রাজনীতি থেকে শুরু করে আওয়ামী লীগের দুঃসময়ে অনেক ঘাত- প্রতিঘাত পেরিয়ে রাজনৈতিকভাবে নিজেকে সাফল্যের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন। ২০০১ ও ২০০৩ সালে বিভিন্ন হয়রানিমূলক ষড়যন্ত্রের শিকার হয়েছেন তিনি। তৃণমূল পর্যায় থেকে শুরু করে জনসাধারণের মন কেড়েছেন আওয়ামী লীগের এই নেত্রী। তিনি সুনামের সঙ্গে জেলায় মহিলা আওয়ামী লীগের সব পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে চলেছেন। তার সামাজিক কর্মকাণ্ডের মধ্যে রয়েছে ২০০১ সালে উদ্ভাবনী নার্সারির ওপর প্রধানমন্ত্রী কর্তৃক জাতীয় পুরস্কার স্বর্ণপদক প্রাপ্তি এবং গ্রীন বাংলাদেশ গড়ার লক্ষে বর্তমান নার্সারির ওপর আধুনিক কার্যক্রম চলমান রেখেছেন। ২০০৫ সাল থেকে ঝিনাইদহ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব সুনামের সঙ্গে পালন করে আসছেন। ২০০৯ সাল থেকে জাতীয় মহিলা সংস্থার জেলা শাখার চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নে কাজ করে যাচ্ছেন তিনি।
খালেদা খানম বলেন, ঝিনাইদহ ও মাগুরা সংরক্ষিত আসন থেকে এমপি নির্বাচিত করায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি , প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সবার কাছে দোয়া কামনা করছি। ঝিনাইদহের জনসাধারণের পাশে থেকে দেশ ও জাতির সেবায় নিজেকে নিয়োজিত থেকে কাজ করবেন বলে জানিয়েছেন তিনি। সাধারণ জনগণ ও তৃণমূল মহিলা আওয়ামীলীগসহ সবার পাশে থেকে সেবা করবেন বলে প্রতিশ্রুতি দেন তিনি।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।