কামরুল হক চৌধুরী : স্বাস্থ্য অধিদপ্তরের হেল্থ সিস্টেমস স্ট্রেংদেনিং (এইচ এস এস) সেপ্টেম্বর/২০১৯ স্কোরিং এ কুমিল্লার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চট্টগ্রাম বিভাগে প্রথম এবং সারা দেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহীনূর আলম সুমনের ঐকান্তিক প্রচেষ্টায় এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে বলে অনেকে মনে করছেন। কিন্তু তিনি বলেন, আসলে হাসপাতালের সকলের আন্তরিক প্রচেষ্টার ফলেই এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে। আগের চেয়ে হাসপাতালে চিকিৎসা সেবার মান বাড়ানো হয়েছে। রোগ নির্ণয়সহ বিনামূল্যে রোগীরা ওষুধপত্র পাচ্ছেন। হাসপাতাল এলাকাটিও এখন পরিস্কার-পরিচ্ছন্ন করে সুন্দর করে সাজানো হয়েছে। এতে এ হাসপাতাল সম্পর্কে মানুষের আস্থা বেড়েছে।। এ বিষয়ে কথা হয় দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল ইসলাম খাঁনের সাথে। এই সাফল্যে তিনি স্বাস্থ্য কমপ্লেক্স-এর সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। সাফল্যের এ ধারা অব্যাহত রাখতে উপজেলা প্রশাসন থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও প্রদান করেন তিনি।।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।