ব্যুরো প্রধান, রংপুর :
উন্নয়ন বাজেটের ৪০ ভাগ কৃষি খাতে বরাদ্দের দাবিতে আজ ৭ জুন বেলা ১২ টায় কৃষক সংগ্রাম পরিষদের উদ্যোগে জেলা প্রশাসকের মাধ্যমে অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম রব্বানী।
এ সময় উপস্থিত ছিলেন কৃষক সংগ্রাম পরিষদের আহবায়ক এডভোকেট পলাশ কান্তি নাগ,সদস্য আব্দুস সাত্তার প্রামাণিক,আব্দুল জব্বার,সানজিদা আক্তার প্রমুখ।
স্মারকলিপিতে বলা হয়- দেশের মোট জনশক্তির অর্ধেকেরও বেশি এখনো কৃষি কাজে নিয়োজিত। করোনাকালে ভয়াবহ সংকট মূহুর্তেও এই খাত দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে মানুষকে বাঁচিয়ে রেখেছিল সার,ডিজেল,বীজ,কীটনাশকসহ কৃষি উপকরণের দাম ক্রমাগত বাড়লেও কৃষক উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না। ক্ষেতমজুরদের সারা বছরে কাজ ও আর্মিরেটে রেশন চালু না করলে এই মানুষদের জীবনধারণ সম্ভব নয়।
এছাড়াও ভিজিডি,ভিজিএফসহ গ্রামীণ সকল প্রকল্পে দু'র্নীতি ও দলীয়করণ বন্ধ করতে হবে।
অনুৎপাদনশীল খাতে ব্যয়-বরাদ্দ কমিয়ে আসন্ন বাজেটে কৃষি,শিক্ষা ও স্বাস্থ্যখাতে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।
নেতৃবৃন্দ,কৃষকের ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত,কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠা করা,রেশন চালু করা,সহজ শর্তে বিনাসুদে কৃষি ঋণ প্রদান এবং কৃষি উপকরণের দাম কমানোর জন্য উন্নয়ন বাজেটের ৪০ ভাগ কৃষি খাতে বরাদ্দের দাবি জানান।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।