নাগরিক সংবর্ধনায় ইঞ্জি. আবদুস সবুর এমপি
কামরুল হক চৌধুরী, বিশেষ প্রতিনিধি:
কুমিল্লার দাউদকান্দিতে বর্ণাঢ্য আয়োজনে নাগরিক সংবর্ধনা দেয়া হলো কুমিল্লা-১ আসনের সদ্য নির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সবুরকে।
আজ (১৬ ফেব্রুয়ারি) শুক্রবার বিকেলে দাউদকান্দি হাইস্কুল মাঠে বিপুল সংখ্যক নারী-পুরুষ, আবাল, বৃদ্ধ, বণিতার উপস্থিতিতে তাকে এ সংবর্ধনা দেয়া হয়।
দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন সিকদারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সালেহ মোহাম্মদ টুটুল, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বশিরুল আলম মিয়াজি, যুগ্ম সাধারণ সম্পাদক বাসুদেব ঘোষ, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব চৌধুরী, সহ-সভাপতি এস.এম কেরামত আলী, কানাডা প্রবাসী সাংবাদিক ওয়াদুদ সরকার, অধ্যাপক ডাঃ জাহাঙ্গীর আলম এবং কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জি.এস সুমন সরকার। এছাড়াও আওয়ামী লীগের ৭ টি সহযোগী সংগঠন এবং ৩ টি ভ্রাতৃপ্রতিম সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন, সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার। সভাপতি হিসেবে বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা নাগরিক সংবর্ধনা কমিটির আহ্বায়ক এবং কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক ড. মো: আবদুল মান্নান জয়।
সংবর্ধিত অতিথি ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর এমপি তার বক্তব্যের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শহিদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করেন।
৭ জানুয়ারির নির্বাচনে এতো বিপুল সংখ্যক ভোট দিয়ে তাকে নির্বাচিত করায় তাঁর নির্বাচনী এলাকার নেতা-কর্মী এবং ভোটারসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে তিনি উন্নত, নিরাপদ এবং স্মার্ট দাউদকান্দি-তিতাস গড়ে তোলার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন।
সবশেষে তিনি সপরিবারে উপস্থিত থেকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।