পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী থেকে দেশীয় তৈরী একটি শুটারগান ও এক রাউন্ড গুলিসহ রাহাতুল ইসলাম রিয়েল (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
রাহাতুল ইসলাম
রিয়েল ঈশ্বরদী পৌর এলাকার হাসপাতাল রোডের জিগাতলা এলাকার রকিবুল ইসলামের ছেলে।
শুক্রবার (১৯
এপ্রিল) দিনগত রাত সাড়ে ১১ টার দিকে ঈশ্বরদীর কুষ্টিয়া-ঈশ্বরদী সড়কের আলহাজ্ব মোড়
থেকে তাকে আটক করা হয়।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক জানান, শুক্রবার দিনগত রাত সাড়ে ১০ টায় চারজন যাত্রী নিয়ে পাকশীর রূপপুর মোড় থেকে ঈশ্বরদীর দিকে যাচ্ছিলো অটোরিক্সা।
রাত পৌনে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অটোরিক্সাটি আলহাজ্ব মোড়ে পৌঁছালে সেটি তল্লাশি করে পুলিশের সদস্যরা।এসময় অটোরিক্সার সিটের নিচে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি দেশীয় তৈরী শুটারগান ও এক রাউন্ড গুলি জব্দ করে পুলিশ।পরে চারজন যাত্রী ও অটোরিক্সার চালককে থানায় নিয়ে আসা হয়। দীর্ঘ জিজ্ঞাসাবাদ শেষে তথ্য প্রমাণের ভিত্তিতে রাহাতুল ইসলাম রিয়েলকে আটক দেখানো হয়।
ঈশ্বরদী থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী জানান, এ ব্যাপারে ঈশ্বরদী থানায়
একটি অস্ত্র মামলা দায়ের করা হবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।