পাবনা প্রতিনিধি : পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার ফতেমোহাম্মদপুরে ব্যাটারিচালিত অটোরিক্সার ধাক্কায় চাঁদ আলী মৃধা (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
আজ রোববার (২৮
এপ্রিল) দুপুরে ফতেমোহাম্মদপুর বাজার সড়কে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত
চাঁদ আলী ফতেমোহাম্মদপুর হিন্দুপাড়া এলাকার মোবারক আলী মৃধার ছেলে ও ৫ নং ওয়ার্ড
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন পচার বাবা।
প্রত্যক্ষদর্শী ও অটোরিক্সাচালকরা জানান, চাঁদ আলী বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় পেছন থেকে একটি অটোরিক্সা তাকে সজোরে ধাক্কা দেয়।এতে তিনি মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন ।
এ সময় স্থানীয়রা
তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজশাহী মেডিক্যাল
কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।