দিলীপ কুমার দাস, ময়মনসিংহঃ
ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিলিং ফ্যান খুলে পড়ে সাহেদা খাতুন নামের এক মহিলা রোগী আ'হত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে পুরাতন বিল্ডিং এর দ্বিতীয় তলায় এ ঘটনাটি ঘটে।
জানা যায়, উপজেলার আঠারোবাড়ি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের সাহেদা খাতুন মঙ্গলবার সকাল ১১টার দিকে টাইফয়েড জ্বর নিয়ে ভর্তি হন হাসপাতালে। প্রচন্ড জ্বরে রাতে খাবার ও ওষুধ খেয়ে হাসপাতালের বিছানায় শোয়ার পর একটু গরম অনুভুত হওয়ায় পাশে থাকা স্বামীকে ফ্যান ছাড়তে বলেন। স্বামী ফ্যানের সুইচ দিতেই ফ্যানটি রোগীর ডান পায়ের উপর পড়ে গিয়ে ব্যথায় পা ফুলে যায়। এসময় ফ্যান পড়ার বিকট শব্দ হলে পাশে থাকা অন্যান্য রোগীরা দৌড়াদৌড়ি শুরু করেন।
রোগী সাহেদা খাতুনের স্বামী সাহেদ আলী জানান, 'অসুখ বালা করনের লাইগগা রোগীরে হাসপাতালে ভর্তি করাইলাম, অহন ফেন পইড়া পাউডাত আবার দুক্ষু পাইছে, ফুইল্লাও গেছে। কী আর করন কপালে আছিন।'
জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ শাকিব জানান, 'ফ্যান পড়ে গিয়ে ব্যথা পাওয়া রোগীকে দেখেছি। ডান পায়ে ব্যথা পেয়েছে। এটি একটি দু'র্ঘটনা। হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে সমবেদনা জানাই।'
উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাঃ লোপা চৌধুরী জানান, 'ফ্যান খুলে পড়ার বিষয়টি শুনার পরে (২৯ মার্চ) বুধবার সকালে ইলেক্ট্রিশিয়ান দিয়ে অন্যান্য ফ্যান গুলো মেরামত করা হয়েছে। ফ্যানগুলো অনেক পুরাতন এজন্য এমন দু'র্ঘটনা ঘটেছে। আশা করছি, এমন আর হবে না।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।