আবু সায়েম মোহাম্মদ সা-‘আদাত উল করীম: স্বপ্নদ্রষ্টা একদল তারুণের সাহসী উদ্যোগে হাসি ফুটেছে সুবিধা বঞ্চিত অসংখ্য অসহায় মানুষের মুখে। কোভিড-১৯ করোনা ভাইরাসের মহামারীতে অসহায় ও বুবিধা বঞ্চিত মানুষকে সহায়তা করার জন্য গত বছরের মতো এ বছরেও ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জের ‘মুক্তির বন্ধন ফাউন্ডেশন’ এর উদ্যোগে আয়োজন করেছে এই ফ্রি হাটের! অর্থাৎ যে হাট থেকে কোন প্রকার টাকা ছাড়াই পাওয়া যায় (কেনাকাটা ) করা যায়! অবিশ্বাস্য মনে হলেও এটিই সত্যি। শুধু কি তাই? এছাড়াও রয়েছে মধ্যবিত্ত পরিবারের জন্য যারা ফ্রি হাটে এসে প্রয়োজনীয় পণ্য সামগ্রী নিতে লজ্জাবোধ করেন। তাদের বাড়ীতে লোক চক্ষুর আড়ালে পৌঁছে দেওয়ার সুব্যবস্থাও করেছে স্বেচ্ছাসেবী সংগঠনটি। এমন মহতী এই উদ্যোগকে স্থানীয় সকল শ্রেণির লোকজন সাধুবাদ জানিয়েছেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।