কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজার সদর উপজেলা ঈদগাঁও থেকে নিখোঁজ ৬ষ্ঠ শ্রেণির ছাত্র নিশান (১২) কে ৪ দিন পর উদ্ধার করেছে ঈদগাঁও থানার পুলিশ। কক্সবাজার সমুদ্র সৈকত এলাকায় অভিযান পরিচালনা করে নিখোঁজ হওয়া নিশান কে উদ্ধার করা হয়েছে। গত ১৭ই মার্চ বৃহস্পতিবার বিকাল ৩টার সময় ইসলামবাদ ইউনিয়ন ৭নং ওয়ার্ড খোদাইবাড়ী এলাকায় নিজ বাড়ি থেকে খেলার উদ্দেশে বের হয়ে আর ফিরে আসেনি। আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজ করার পরও না পেয়ে ঈদগাঁও থানাতে একটি জিডি করে। জিডির সূত্র ধরে ঈদগাঁও থানার নবাগত ওসি আব্দুল হালিম এর নির্দেশে এস আই মোঃ কামাল হোসেন এর নেতৃত্বে কক্সবাজার সমুদ্র সৈকত বীচ থেকে 'বীচ পুলিশ' এর সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়।
নিখোঁজ হওয়া ছাত্রের বাবা আবু তাহের মুন্না বলেন, আমি অনেক ভয়ের মধ্যে ছিলাম। সেই ভয়টি তারা ( পুলিশ) দূর করে দিয়েছে। বাংলাদেশ পুলিশ বাহিনী ঈদগাঁও থানা পুলিশের সহযোগিতায় ফিরে পেয়েছি আমার হারিয়ে যাওয়া মেজ ছেলে নিশানকে। তিনি আরো বলেন, বন্ধুদের সাথে কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে গিয়েছিলো। সেখানে সে নিখোঁজ হয়।
এই বিষয় কোন অভিযোগ আছে কিনা জানতে চাইলে ছেলের বাবা বলেন, আমার আর কোন অভিযোগ নেই।
ঈদগাঁও থানার ওসি আব্দুল হালিম বলেন, গত ১৯ তারিখ শুক্রবারে ছেলে কে পাওয়া যাচ্ছে না বলে একটি অভিযোগ দাখিল করে আবু তাহের নামে এক ব্যক্তি। অভিযোগ এর ভিত্তিতে এস আই কামাল হোসেন কক্সবাজার সমুদ্র সৈকত থেকে ছেলেটি উদ্ধার করে। নিখোঁজ হওয়া ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মোঃ নিশান কে আবুতাহের কাছে হস্তান্তর করেন ঈদগাঁও থানার এস আই মোঃ কামাল হোসেন ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।