রফিকুল ইসলাম : কুষ্টিয়া মডেল থানার ওসি গোলাম মোস্তফা জনস্বার্থে এক সতর্ক বার্তা দিয়েছেন। তিনি জানান, আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কুষ্টিয়া মডেল থানা এলাকায় বিভিন্ন ধরনের চুরি, ছিনতাই, মলম পার্টির প্রাদুর্ভাব বেড়ে যেতে পারে সে বিষয়ে আমাদের সকলকে পূর্বেই সতর্কতা অবলম্বন করতে হবে।
১) কোন ইজিবাইক চালক গাড়ি থামিয়ে যাত্রীর অনুরোধে কোন পলিথিন বা কোন ধরনের খাবার কিনতে যাবেন না অথবা যাত্রীর দেওয়া কোন খাবার মুখে দিবেন না ।
২) গরুর হাটে গরু কেনাবেচার সময় সকলকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে এবং মাস্ক ব্যতীত কোন ব্যক্তি হাটে প্রবেশ করতে পারবেন না, কোন ব্যক্তির আচরণ অস্বাভাবিক পরিলক্ষিত হলে, হাট পরিচালনা কমিটি তাকে চ্যালেঞ্জ করতে পারবেন।
৩) পোস্ট অফিস থেকে টাকা তোলার ক্ষেত্রে অতীব সতর্কতা অবলম্বন করবেন কারণ ঈদকে সামনে রেখে পোস্ট অফিস থেকে টাকা উত্তোলন করে নিয়ে যাওয়ার সময় ছিনতাইয়ের ঘটনা অনেক বেশি ঘটে থাকে।
৪) ব্যাংক থেকে টাকা উত্তোলনের ক্ষেত্রেও ছিনতাইকারীরা সুযোগের অপেক্ষায় থাকে।
মুরব্বিদেরকে পারতঃপক্ষে একা ব্যাংক থেকে টাকা উত্তোলন না করার জন্য অনুরোধ করা গেল। তারা টাকা উত্তোলন করে নেওয়ার সময় তাদেরকে ক্যাশ কাউন্টার থেকে ডাকছে অথবা বিভিন্ন হেল্প করার নামে ফুঁসলিয়ে টাকা নিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই সে বিষয়ে সতর্ক থাকবেন।
৫) গাড়িতে অথবা রিকশায় ভ্রমণের ক্ষেত্রে সবাই নিজ নিজ ব্যাগ সাবধানে রাখবেন ।
৬) পুলিশ পরিচয়ে যদি কেউ আপনার ব্যাগ চেক করতে চায়, আপনাদের নিকট সন্দেহভাজন ব্যক্তি মনে হলে নিম্নোক্ত ওসি কুষ্টিয়া এর নম্বরে ফোন দিবেন।
সার্বিক প্রয়োজনে:
০১৭১৩-৩৭৪২২০
গোলাম মোস্তফা
অফিসার ইনচার্জ
কুষ্টিয়া মডেল থানা।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।