এএসএম সা'-আদাত উল করীম:
জামালপুরের ইসলামপুরে ৯টি মাদক মামলার কুখ্যাত আসামি আব্দুল মান্নানকে (৪৫) গ্রেপ্তার করেছে ইসলামপুর থানা পুলিশ।
এস আই হাসমত এর নেতৃত্বে এএস আই লতিফ, এএস আই খোকন, এবং এএসআই হাদী ও সঙ্গীয় ফোর্সসহ ২৬ নভেম্বর সন্ধ্যায় ইসলামপুর থানাধীন গাইবান্ধা ইউনিয়ন এর আইরমারী গ্রামের জনৈক মো. হাবিবুর রহমানের আঙিনা থেকে আসামি আব্দুল মান্নাকে ৫০ গ্রাম হিরোইন এবং ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত মাদক যার বাজার মূল্য আনুমানিক ৫ লক্ষ ৩ হাজার টাকা। কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তারকৃত এলাকায় তার শ্বশুরবাড়ি। সে দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়ির এলাকায় মাদক বিক্রির কাজ করে আসছিল। সে শেরপুর সদরের গোয়ালপাড়া গ্রামের মৃত আব্দুল কুদ্দুছের ছেলে। ইসলামপুর সদর সার্কেল এএসপি সুমন মিয়া জানান, গ্রেপ্তার আসামিকে ইসলামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ২৭ নভেম্বর বুধবার জামালপুর জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।