এএসএম সা'-আদাত উল করীম: জামালপুরের ইসলামপুর উপজেলায় লবণের দাম বেশি নেওয়ার অভিযোগে দুই ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ১৯ নভেম্বর মঙ্গলবার হঠাৎ লবণের দাম বৃদ্ধি হওয়ার গুজব ছড়িয়ে পড়লে ইসলামপুর বাজারে ক্রেতাদের দ্রুত লবণ কিনতে প্রতিটি দোকানে ভিড় জমে যায়। এ খবর পেয়ে উপজেলা প্রশাসন বাজারে অভিযান চালায়। এ সময় লবণের দাম বেশি নেওয়ার অভিযোগে দুই ব্যবসায়ীকে আটক করে থানায় নেওয়া হয়। পরে ভ্রাম্যমাণ আদালত দুই ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করে তাদের ছেড়ে দেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিজানুর রহমান।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।