প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ৮:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩১, ২০২২, ৮:১৪ অপরাহ্ণ
ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ৬, খুলনার হাতে চো’র গ্রে’ফতারঃ
![]()

ক্রাইম পেট্রোল ডেস্কঃ
ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ৬, খুলনা চার চো'রকে গ্রে'ফতার করেছে।
আজ সোমবার, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৬ এর পুলিশ সুপার কানাই লাল সরকারের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ -৬, খুলনার আওতাভুক্ত যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন ‘ইলা অটো রাইস মিলস্’ পদ্মবিলা, থানাঃ কোতয়ালী, জেলাঃ যশোর হতে তেল চুরির ঘটনা ঘটে। সংবাদ পেয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৬, খুলনা সাবজোন-০২ এর মোবাইল টিম ঘটনাস্থলে যান। পরে ফ্যাক্টরীর সিসি ক্যামেরা পর্যালোচনা করেন। সিসিটিভির ফুটেজ পর্যালোচনা ও বাদীর শনাক্তমতে তাৎক্ষণিক অভিযানের ভিত্তিতে ট্রাক হতে তেল চু'রির ঘটনায় জড়িত সন্দেহে দুই জনকে আটক করে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করলে তেল চু'রির ঘটনা স্বীকার করেন। আটক ব্যক্তি ১। জনি মোল্লা (১৯), পিতা-শামসুল, সাং- পদ্মবিলা, থানাঃ কোতয়ালী, জেলাঃ যশোর এবং ২। অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তার নাম ও ছবি প্রকাশ করা হলো না। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে উক্ত ফ্যাক্টরীর সহকারী ইনচার্জ মোঃ ইসলাম বিশ্বাস (৫০) আটককৃত আসামীসহ থানায় হাজির হয়ে কোতয়ালী মডেল থানায় এজাহারনামীয় ০৪ (চার) জন যথাক্রমে ১। জনি মোল্লা (১৯), পিতা-শামসুল ২। সাকিল (১৯), পিতা- মোস্তফা লস্কর, সর্ব সাং- পদ্মবিলা ৩। অপ্রাপ্ত বয়স্ক, ৪। ইব্রাহিম (২০), পিতা- অজ্ঞাত, সাং- রুপদিয়া, সর্ব থানাঃ কোতয়ালী, জেলাঃ যশোর সহ অজ্ঞাতানামা ৫/৬ জনকে আসামী করে একটি চু'রির মামলা দায়ের করেন। যা কোতয়ালী মডেল থানার মামলা নম্বর ১২২/১১১৫, তারিখ-৩১/১০/২০২২ খ্রিঃ, ধারা-৩৮০ পেনাল কোড-১৮৬০। আই.পি-৬, খুলনা অত্র ইউনিটের আওতাধীন শিল্পএলাকার শিল্প সংক্রান্ত সকল মামলা তদন্ত করে থাকেন। এরই ধারাবাহিকতায় সুযোগ্য পুলিশ সুপার কানাই লাল সরকার এর নির্দেশক্রমে ইনচার্জ সাবজোন-০২ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৬, খুলনা চৌকস পুলিশ অফিসার এসআই (নিঃ)/ অলোক রায় এর উপর উক্ত মামলার তদন্তভার অর্পণ করেন। এ মামলার অন্যান্য আসামী গ্রেফতারের চেষ্টাসহ আইনানুগ কার্যক্রম অব্যাহত আছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।
Design & Developmen By HosterCube