ক্রাইম পেট্রোল ডেস্ক>>
ইণ্ডাস্ট্রিয়াল পুলিশ-৬, খুলনা কর্তৃক কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদযাপন করা হয়েছে।
আজ শনিবার, ইণ্ডাস্ট্রিয়াল পুলিশ-৬ এর পুলিশ সুপার কানাই লাল সরকারের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, "কমিউনিটি পুলিশিং এর মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র" এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ শনিবার সকাল ১০ টায় সারাদেশে একযোগে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদযাপিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ৬, খুলনার পুলিশ লাইন্সে পুলিশ সুপার কানাই লাল সরকার এর সভাপতিত্বে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ অনুষ্ঠিত হয়।
কর্মসূচির শুরুতে পুলিশ সুপার কানাই লাল সরকার ও আমন্ত্রিত অতিথিবৃন্দ বেলুন উড়ানোর মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এরপর পুলিশ সুপার এর নেতৃত্বে খালিশপুর শিল্প এলাকায় এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালি শেষে আই পি-৬ খুলনার পুলিশ লাইন্সে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার কানাই লাল সরকার তার বক্তব্যে বলেন, কমিউনিটি পুলিশিং পদ্ধতি বাংলাদেশ পুলিশের এক অনন্য সৃষ্টি। কমিউনিটি পুলিশিং কার্যক্রমের মাধ্যমে শতভাগ পুলিশি সেবা নিশ্চিত করা সম্ভব। জনগণ ও পুলিশের মধ্যে সেতুবন্ধন তৈরি এবং সমন্বিত পদক্ষেপ গ্রহণ করে দ্রুত সকল সমস্যার সমাধান করা, বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, শিল্প কারখানার উৎপাদনমুখী পরিবেশ তৈরি করাসহ অভ্যন্তরীণ এবং বাহ্যিক সকল সমস্যা মোকাবেলায় সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে। এছাড়াও তিনি শিল্প সংক্রান্ত সকল মামলা নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত সমাধান করা হচ্ছে বলে জানান। অনুষ্ঠানের এক পর্যায়ে পুলিশ সুপার কানাই লাল সরকার ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ কর্তৃক প্রদত্ত ক্রেস্ট ও সম্মাননা সনদপত্র শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য এস এম মুরাদ (ডিজিএম, প্রিয়াম ফিস এক্সপোর্ট লিঃ) এবং শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার পুলিশ পরিদর্শক (নিঃ)/ মোঃ খায়রুজ্জামান এর হাতে তুলে দেন। উক্ত অনুষ্ঠানে, খালিশপুর জুট মিল লিঃ, দৌলতপুর জুট মিল লিঃ, দি ক্রিসেন্ট জুট মিল লিঃ ও মিল্কি আইসক্রিম ইন্ডাস্ট্রিজসহ অন্যান্য শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরিশেষে, পুলিশ সুপার উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।