আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধি : দেবীগঞ্জ উপজেলায় ইটভাটার জন্য মাটি খননকালে তিন রাউন্ড গুলিসহ একটি পরিত্যক্ত বন্দুক উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার বিকেলে উপজেলার দন্ডপাল ইউপির কালীগঞ্জ মাটিয়ার পাড়া এলাকায় মাটি খননের সময় গুলিসহ বন্দুকটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মাটিয়ার পাড়ার বাসিন্দা আশরাফুল ইসলাম বাবুর জমিতে ইট ভাটার জন্য মাটি খননের সময় পরিত্যক্ত অবস্থায় তিন রাউন্ড গুলি ও এক রাউন্ড ব্যবহৃত গুলির খোসাসহ বন্দুকটি দেখতে পায় শ্রমিকরা। পরে শ্রমিকরা দেবীগঞ্জ থানায় জানালে পুলিশ গুলিসহ বন্দুকটি উদ্ধার করে।
দেবীগঞ্জ থানার এসআই আকবর আলী জানান, বন্দুকটি পুরাতন এবং পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ধারণা করা হচ্ছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর বন্দুকটি কেউ পুঁতে চলে গেছে। তবে তদন্ত অব্যাহত রয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।