কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন কার্যকরভাবে বাস্তবায়নে উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অংশগ্রহণে ইটনায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (১২ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় ইটনা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন উপজেলা টাস্কফোর্স কমিটির সভাপতি মো. রায়হানুল ইসলাম।
প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. বিধানচন্দ্র দেবনাথ। এছাড়া বক্তব্য রাখেন ইটনা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল হাসিম এবং তামাক নিয়ন্ত্রণ সংগঠন ‘কাইডস’-এর পরিচালক ও জেলা টাস্কফোর্স কমিটির সদস্য শাহ সারওয়ার জাহান।
কর্মসূচিতে বিভিন্ন দপ্তরের মোট ৪০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের চারটি গ্রুপে ভাগ করে উপজেলা পর্যায়ে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সম্ভাব্য করণীয় নির্ধারণ করা হয়। প্রশিক্ষণে তামাকের ক্ষতিকর দিক, আইন প্রয়োগের কৌশল এবং সমন্বিতভাবে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।