প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৪, ২০২৫, ৬:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৭, ২০২৩, ৯:২১ অপরাহ্ণ
ইঞ্জিনিয়ার সবুর নৌকার মনোনয়ন পাওয়ায় এলাকায় স্বস্তি, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ
![]()
কামরুল হক চৌধুরী, বিশেষ প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ আসন থেকে ইঞ্জিনিয়ার আবদুস সবুর বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় এলাকার মানুষ যেনো স্বস্তি ফিরে পেয়েছে। পাশাপাশি বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এলাকার সর্বস্তরের মানুষ। সোমবার সকালে তাঁর নির্বাচনী এলাকা দাউদকান্দি এবং তিতাস উপজেলায় এসে পৌঁছালে হাজার হাজার নেতা-কর্মী এবং সাধারণ মানুষ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। দাউদকান্দি থেকে শহীদনগর তার গাড়ি বহর এসে পৌঁছালে সুন্দলপুর ইউনিয়নের চেয়ারম্যান আসলাম মিয়াজি, ইঞ্জিনয়িার আবদুল মান্নান, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এসএম কেরামত আলী, মকবুল মেম্বার এবং সিদ্দিক মুন্সীসহ নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে তিনি হোন্ডা এবং গাড়ি বহর নিয়ে গৌরীপুর, জিংলাতলী, রায়পুর, ইলিয়টগঞ্জ হয়ে তিতাস উপজেলার জিয়ারকান্দি, কড়িকান্দি এবং বাতাকান্দি এলাকায় যান। সেখানে আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান, জেলা পরিষদের প্যানেল মেয়র দেলোয়ার হোসেন পলাশ এবং তিতাস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিন চেয়ারম্যান তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এর আগে গতকাল ২৬ নভেম্বর বিকেল ৪টা ৩৭মিনিটের সময় ইঞ্জিনিয়ার সবুরের নাম ঘোষণা করা হলে তাৎক্ষণিকভাবে এলাকায় আনন্দ মিছিল বের করা হয়। এসময় নেতাকর্মীসহ সাধারণ মানুষকে মিষ্টিমুখ করতে দেখা যায়।
ইঞ্জিনিয়ার আবদুস সবুর বলেন, ‘ আমাকে দল থেকে মনোনীত করায় আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আগামী দিনগুলোতে দাউদকান্দি ও তিতাসের মানুষের পাশে থেকে তাদের সু:খ-দু:খের অংশীদার হয়ে থাকতে চাই। আমি নির্বাচিত হলে প্রথমেই দাউদকান্দি এবং তিতাস উপজেলাকে মা’দক, স’ন্ত্রাস এবং চাঁ’দাবাজ মুক্ত করবো ইনশাআল্লাহ। এই দুই উপজেলাকে তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তোলা হবে।’
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি সকলকে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।
Design & Developmen By HosterCube