পাবনা প্রতিনিধি :
ইছামতি নদী উদ্ধার ও অবৈধ দখলদার উচ্ছেদের দাবীতে কাফনের কাপড় পড়ে বৃষ্টি উপেক্ষা করে মানববন্ধন করেছে পাবনার বিভিন্ন শ্রেণি -পেশার মানুষ। আজ শনিবার (০৪ মে) সকালে জাতীয় নদী কমিশনের চেয়ারম্যান ড. মজিবুর রহমান হাওলাদারের পাবনায় আগমন উপলক্ষে স্থানীয় ইছামতি নদী রক্ষা আন্দোলন এ মানববন্ধনের আয়ােজন করে।
ইছামতি নদীর খেয়াঘাট এলাকায় ঘন্টাব্যাপী এ মানবন্ধনের সাথে একাত্মতা প্রকাশ করে অংশ নেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল। বক্তব্য দেন কৃষিবিদ জাফর সাদেক, অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ্বাস, নদী রক্ষা আন্দোলনের সভাপতি এস এম মাহবুব আলম ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।