ক্রাইম পেট্রোল ডেস্কঃ
হাদিস শরীফে আছে, যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি পড়বে, তার বেহেশতে প্রবেশে মৃত্যু ব্যতিত আর কোনোকিছু বাধা দিতে পারবে না।
অন্য এক হাদিসে আছে- যে ব্যক্তি সকালে ও নিদ্রা যাওয়ার কালে আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহ তা'য়ালা তার রক্ষক হবেন।দিন-রাত্রের মধ্যে শয়তান তার কোনো অনিষ্ট করতে পারবে না।
আয়াতুল কুরসি হলোঃ আল্লাহু লা-ইলাহা ইল্লা হুয়াল্ হাইয়ুল ক্বাইয়ুম। লা তা' খুযুহু ছিনাতুওঁ ওয়ালা নাউম। লাহু মা' ফিস্ সামাওয়াতি ওয়া মা ফিল আরদ্। মান্ যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহী ইয়া ' লামু মা বাইনা আইদীহিম ওয়ামা খালফাহুম্। ওয়ালা ইউহীতুনা বিশাইয়িম মিন্ ইলমিহী ইল্লা বিমা শাআ। ওয়াসিয়া কুরসিয়্যুহুস্ সামাওয়াতি ওয়াল আরদা, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।