ক্রাইম পেট্রোল ডেস্ক>> নারায়ণগঞ্জের আড়াইহাজারে আজ বুধবার (১৫ ডিসেম্বর, ২০২১ খ্রি.) আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড এর ১৯৯ তম শাখা উদ্বোধন করা হয়েছে। আড়াইহাজার শাখাটি ফিজিক্যালি উদ্বোধন করার কথা থাকলেও বিশ্বব্যাপী করোনাভাইরাসের কারণে শাখাটি ভার্চুয়ালি উদ্বোধন করা হয়।প্রধান কার্যলয়ের মাধ্যমে এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান ও ব্যাংকের পরিচালক আব্দুস সালাম লাবু শাখাটি শুভ উদ্বোধন করেন। এ সময় প্রধান কার্যালয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী, পরিচালক আব্দুল মালেক মোল্লা, পরিচালক মেসবাহ উদ্দিন ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অপরদিকে আড়াইহাজার শাখায় উপস্থিত ছিলেন ঢাকা সাউথ জোনের প্রধান মনির আহমদ, শাখা ব্যবস্থাক মো. আবু তাহের, দ্বিতীয় কর্মকর্তা মো. মোশারফ হোসেন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।