আকতার হোসেন ভুইয়া নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সাবেক আর্ন্তজাতিক বিষয়ক সচিব ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাবেক প্রেসিডিয়াম সদস্য আল্লামা শাইখ নুরুল ইসলাম ফারুকীর হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ফারুকীর ৬ষ্ঠ শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার নাসিরনগর উপজেলা শাখা ও শহীদ নুরুল ইসলাম ফারুকী স্মৃতি সংসদের উদ্যোগে নাসিরনগর-সরাইল সড়কে কলেজ মোড়ে পৃথক এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
ছাত্রসেনা উপজেলা শাখার সভাপতি মো. নুর আলম রেজার সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা ইসলামী ফ্রন্টের সহ-সভাপতি গোলাম মোহাম্মদ খান,সাধারণ সম্পাদক এম,এ বাছির,সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন,কুতুবুল আক্তার,মাওলানা মনিরুল ইসলাম,মাওলানা আতাউর রহমান,রফিকুল ইসলাম,মিজানুর রহমান,আজিজুল হক,তৌহিদুল ইসলাম,নুর আলমসহ আরো অনেকে।
অন্যদিকে নাসিরনগর শহীদ নুরুল ইসলাম ফারুকী স্মৃতি সংসদের আয়োজনে উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি মাওলানা রিয়াজুল করিমের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান ও ফারুকী স্মৃতি সংসদের সভাপতি রাব্বি পাঠান।
পৃথক মানববন্ধনে বক্তারা দ্রুত সময়ের মধ্যে মিডিয়া ব্যক্তিত্ব ফারুকী হত্যার সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধন শেষে আল্লামা ফারুকীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।