ক্রাইম পেট্রোল ডেস্ক:
লন্ডনে বসবাসকারী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আরে ব্যাটা সাহস থাকলে বাংলাদেশে ফিরা আয়, আমরা তোকে দেখি।’
রোববার (১২ নভেম্বর২০২৩ খ্রি.) বিকাল সাড়ে ৩টার দিকে নরসিংদীর মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে আওয়ামী লীগের জনসভায় এ কথা বলেন প্রধানমন্ত্রী।
বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘এতিমের টাকা আত্মসাৎ করে খালেদা জিয়া এখন জেলে। আমি দয়া করে তাকে বাসায় থাকার অনুমতি দিয়েছি।’
শেখ হাসিনা বলেন, 'তাদের নেতা কই? তাদের কথা মানুষ শোনে না। বিএনপি হ'ত্যাকারী। জামায়াত যু'দ্ধাপরাধী। খালেদার ছেলে খু'নি তারেক জিয়া। গ্রে'নেড হা'মলা করে আইভি রহমানকে হ'ত্যা করেছে। এত টাকা কোথায় পায়? অ'স্ত্র চো'রাচালানি করে। মানি ল'ন্ডারিংয়ের সঙ্গে জড়িত। পালিয়ে থাকে লন্ডনে।
প্রধানমন্ত্রী বলেন, ‘চো'রাগোপ্তা হা'মলা করে সরকার হ'টানো যায় না। মানুষ যদি সঙ্গে না থাকে তবে আন্দোলন হয় না। বিএনপি একটি স'ন্ত্রাসী দল, আর জামায়াত হলো যু'দ্ধাপরাধী দল। তাদের কথা এ দেশের মানুষ শোনে না। তাদের কিছু লোক আছে তারাই নাচানাচি করে।’
এর আগে বেলা সাড়ে ১২টার দিকে ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বিকেল ৩টার দিকে মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে জনসভায় যোগ দেন তিনি।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।