মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) কমিশনারের কার্যালয়ে ডায়াবেটিস সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। আজ ২৭ সেপ্টেম্বর সোমবার সকাল ৯টায় কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সেমিনারে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহা: আবদুল আলীম বিপিএম, উপ- পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মো. মহিদুল ইসলাম, রোটারি ক্লাব অব ঢাকা ধ্রুব তারা এর চার্টার সেক্রেটারী ডা. ফায়জা এলা কামাল, কোষাধ্যক্ষ ফায়সাল বেলায়েত হোসেন, রংপুর সেন্ট্রালের সেক্রেটারি এবং সদস্যবৃন্দ । অনুষ্ঠানটি ডায়াবেটিস সচেতনতা ও প্রতিরোধ কমিটি (ডিএপিসি), পুলিশ কমিশনারের কার্যালয়, রংপুর মেট্রোপলিটন পুলিশ এবং রোটারি ক্লাব অব ঢাকা ধ্রুব তারা এবং রংপুর সেন্ট্রাল কর্তৃক স্পন্সর করা হয়।
ডা. ফায়জা এলা কামাল সেমিনারে বলেন, DAPC (ডায়াবেটিস সচেতনতা ও প্রতিরোধ কমিটি) রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮১, বাংলাদেশ এবং BADAS (বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশন) ২০১৭ সাল থেকে একসঙ্গে কাজ করছে। ডায়াবেটিস প্রতিরোধই এর মূলমন্ত্র। ডায়াবেটিস একটি জীবনধারা পরিবর্তনকারী রোগ। স্বাস্থ্যকর জীবনধারাই এর প্রতিরোধ করতে পারে। রোটারির সেভেন এরিয়া অব ফোকাস এর মধ্যে রোগ প্রতিরোধ একটি। বিশ্বব্যাপী ৮.৪ মিলিয়ন মানুষ ডায়াবেটিসে ভুগছে। বর্তমানে বাংলাদেশে ৭৫% মানুষ ডায়াবেটিসে ভুগছে এবং ৫২% মানুষ জানে না যে তারা এই রোগে ভুগছে। সুতরাং, এটি একটি বৈশ্বিক মহামারী। DAPC এই ইস্যুতে ব্যাপকভাবে কাজ করছে। এই টার্গেট এই রোটারি বছরে ১০০০০ জন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।