মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : রংপুর মেট্রোপলিটন পুলিশের দ্বিতীয় বর্ষপূর্তি আজ। ২০১৮ সালের এই দিনে আনুষ্ঠানিকভাবে যাত্রা করা আরপিএমপি সফলতার সঙ্গে দুই বছর অতিবাহিত করে তৃতীয় বর্ষে পদার্পণ করতে যাচ্ছে। সাফল্য ও গৌরবময় সেবার দুই বছর পূর্তি উপলক্ষ্যে আজ বুধবার সকাল ১০ টার দিকে পুলিশ কমিশনারের কার্যালয়ে কেক কাটেন আরপিএমপি’র পুলিশ কমিশনার মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার, রংপুর সিটি কর্পোরেশন মেয়র, জেলা প্রশাসক রংপুর, ডিআইজি (রংপুর রেঞ্জ), অ্যাডিশনাল ডিআইজি (রংপুর রেঞ্জ), অতিরিক্ত পুলিশ কমিশনার (আরপিএমপি), র্যাব-১৩ কমান্ডেন্ট, রংপুর আরআরএফ কমান্ডেন্ট, পুলিশ সুপার রংপুর, আরপিএমপির সকল উপ-পুলিশ কমিশনার, অতিঃ উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনারসহ সকল অফিসারবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে সকল কর্মকর্তারা পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানায়। কেক কাটা শেষে পুলিশ কমিশনার রংপুর মেট্রোপলিটন পুলিশের দ্বিতীয় বছরের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে আগামীতে সাফল্যের ধারা অব্যাহত রাখতে সকলকে সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে দিঙ নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এসময় রংপুর মেট্রোপলিটন পুলিশের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তৈরীকৃত “লাল সবুজের বাংলাদেশ নামে থিম সং” প্রদর্শন করা হয়। পরবর্তীকালে রংপুর মেট্রোপলিটন পুলিশের গত এক বছরে অর্জিত সাফল্য নিয়ে রচিত স্মরণিকা “প্রগতি-২০২০” এর মোড়ক উন্মোচন করা হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।