মিঠাপুকুর সংবাদদাতা, রংপুর।।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, 'আমাদের মায়েরা নিরাপদ থেকে দেশের কল্যাণে ভূমিকা রাখবে। বৈষম্যের বিরুদ্ধে আমাদের সন্তানেরা গর্জে উঠেছে, আমরা সন্তানদের অঙ্গীকার পূরণে প্রতিজ্ঞাবদ্ধ। তারা (আওয়ামী লীগ) সবচেয়ে বড় আঘাত করেছে বিচার বিভাগের ওপর।'
তিনি বলেন, 'বিচার বিভাগকে ব্যবহার করে বিভিন্ন দল ও ব্যক্তিকে অপমানিত করেছে। মানবতার এই বেইজ্জতি আমরা চাই না।'
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় মিঠাপুকুর কলেজ মাঠে উপজেলা জামায়াত আয়োজিত পথসভায় এসব কথা বলেন ডা. শফিকুর রহমান।
এর আগে, উত্তরবঙ্গ সফর উপলক্ষে রংপুরের পীরগঞ্জে পথসভায় বক্তব্য রাখেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, 'আওয়ামী লীগ দেশকে ধ্বংস করে দিয়েছে। এ দেশ থেকে ২৬ লক্ষ কোটি টাকা পা*চার করেছে। স্বাধীনতা যুদ্ধের পর থেকে সংখ্যালঘুদের ওপর নি*র্যাতন, অ*ত্যাচার, বাড়িঘর লু*টপাট করেছে, আমরা তার আন্তর্জাতিক তদন্ত দাবি করছি।'
তিনি আরো বলেন, '২০১৩ সালের ৫ মে নিরীহ হেফাজতে ইসলামীর অসংখ্য নেতাকর্মীকে অন্ধকারে হ'ত্যা করেছে। তাদের নেত্রী হ*ত্যাকান্ডের ঘটনা অস্বীকার করেছে। পীলখানায় হ*ত্যাকান্ড ঘটিয়ে বিডিআর ধ্বংস করে দিয়েছে। বিচারিক হ*ত্যাকাণ্ড ঘটিয়ে জামায়াতে ইসলামীর নেতাকে দুনিয়া থেকে বিদায় করেছে।'
জামায়াতের আমির আরও বলেন, 'জামায়াতে ইসলামী এমন একটা বাংলাদেশের স্বপ্ন দেখে, যে দেশে ন্যায়বিচারের জন্য মানুষের এক আদালত থেকে অন্য আদালতে ঘুরতে হবে না। জামায়াতে ইসলামী কোরআনের আলোকে একটি মানবিক বাংলাদেশ দেখতে চায় বলেও তিনি মন্তব্য করেন।'
মিঠাপুকুর উপজেলা জামায়াতের আমির আসাদুজ্জামান শিমুলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবুল হাসনাত আব্দুল আলিম, রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী অঞ্চল পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, রংপুর জেলা আমির অধ্যাপক গোলাম রাব্বানী, রংপুর জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।