প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৩, ২০২৫, ১২:০২ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৮, ২০২১, ৮:৩৮ অপরাহ্ণ
আমরা রক্তপাতহীন একটি সুশৃঙ্খল নির্বাচন উপহার দিতে চাই : ডিসি কক্সবাজার

জিয়াউল হক জিয়া, কক্সবাজার থেকে>> ‘কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেছেন,নির্বাচনে অংশ গ্রহণকারী প্রার্থীরা নির্বাচনী পরিবেশ নষ্ট করার মত কোনো কর্মকাণ্ডে জড়াবেন না। আমরা রক্তপাতহীন একটি সুশৃঙ্খল নির্বাচন উপহার দিতে চাই।সুতরাং আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনী প্রচারণা চালাবেন না।অবাধ, সুষ্ঠু,নিরপেক্ষ নির্বাচন নির্বাচন করার লক্ষ্যে অবৈধ অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্টভুক্ত আসামী কিংবা সস্ত্রাসীদের গ্রেফতারে সাঁড়াশি অভিযান চালানো হবে।এছাড়াও ইভিএম ভোটের প্রস্ততির জন্য ২৬তারিখ মক ভোটের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে।’
বৃহস্পতিবার সকাল ১১টা দিকে চকরিয়া উপজেলায় আগামী ২৮নভেম্বরে অনুষ্ঠিত তৃতীয় দফায় ১০ ইউপি নির্বাচন উপলক্ষে প্রার্থীদের নিয়ে বিশেষ আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজের সভাপতিত্বে,সহকারী কমিশনার(ভূমি) রাহাত উত জামানের সঞ্চালনায়,উপজেলা প্রশাসনের উদ্যোগে এই বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগ, কক্সবাজারের উপ-পরিচালক শ্রাবস্তী রায়, কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন,চকরিয়া-পেকুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. তফিকুল আলম, চকরিয়া থানার ওসি মুহাম্মদ ওসমান গণিসহ নির্বাচনে অংশগ্রহণকারী চেয়ারম্যান,সংরক্ষিত মহিলা ও সাধারণ সদস্যবৃন্দ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।
Design & Developmen By HosterCube