এএসএম সা'-আদাত উল করীম:
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মির্জা আজম এমপি বলেছেন,আমরা জামালপুরের জন্য যখন যা চেয়েছি শেখ হাসিনা তাই দিয়েছেন ৷ আমাদের সকল প্রত্যাশা তিনি ইতোমধ্যে পূরণ করেছেন ৷ আমাদের এখন আর খুব বেশি কিছু প্রত্যাশা নেই ৷ শুধু সড়ক যোগাযোগ ব্যবস্থার আরও উন্নতির জন্য আর সামান্য কিছু দাবি-দাওয়া আছে , সেই দাবিগুলো পূরণ হয়ে গেলে সারাদেশের উন্নত দশটি জেলার একটি হবে জামালপুর ৷ এসময় তিনি নতুন করে আরও ৫টি দাবি পেশ করেন ৷ সেগুলো হলো* ঢাকা-ময়মনসিংহ চারলেন সড়কটিকে ময়মনসিংহ থেকে জামালপুর হয়ে বকশীগঞ্জের কামালপুর পর্যন্ত জাতীয় মহাসড়কে উন্নীতকরণ ,*ঢাকা-এলেঙ্গা চারলেন মহাসড়কটিকে এলেঙ্গা থেকে জামালপুর হয়ে মেলান্দহ-ইসলামপুর-দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ পর্যন্ত জাতীয় মহাসড়কে উন্নীতকরণ ,*বেলটিয়া থেকে মাছিমপুর পর্যন্ত বাইপাস সড়ক যেটি এলজিইডি’র মাধ্যমে বাস্তবায়িত হয়েছে সেটিকে সড়ক বিভাগে হস্তান্তর করে রাস্তা আরও প্রশস্তকরণ ,*কুড়িগ্রামের রৌমারী-রাজিবপুর থেকে জামালপুরের দেওয়ানগঞ্জ হয়ে ইসলামপুর-মেলান্দহ-মাদারগঞ্জ-সরিষাবাড়ি হয়ে ধনবাড়ি পর্যন্ত সড়কটিকে সড়ক ও জনপদে হস্তান্তর করে আঞ্চলিক মহাসড়কে উন্নীতকরণ এবং* জামালপুর শহরের ভিতরের প্রধান সড়কটিকে আরও প্রশস্তকরণের দাবি জানান ৷১৫ ফেব্রুয়ারি, শনিবার বিকালে জামালপুর জিলা স্কুল মাঠে জামালপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত মুজিববর্ষ উপলক্ষে বিশাল জনসভায় তিনি এসব কথা বলেন।জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. মুহাম্মদ বাকী বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক এমপি , প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক , প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক , সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন , সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল , তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি, জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মারুফা আক্তার পপি, সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এমপি, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য হোসনে আরা, সাবেক ভূমিমন্ত্রী আলহাজ্ব রেজাউল করিম হীরাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। জনসভাটি সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক আহমেদ চৌধুরী।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।