আবু সায়েম মোহাম্মদ সা'-আদাত উল করীম: জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহ্ শিবলী সাদিক পর পর দুই বার জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন।
জামালপুর জেলা পুলিশ প্রশাসন সূত্রে জানা যায়, ওয়ারেন্ট তামিল,গুরুত্বপূর্ণ মামলার নিষ্পত্তি,অপহরণ মামলার আসামি দ্রুত গ্রেফতার এবং ভিকটিম উদ্ধার, চুরি মামলা রহস্য উদঘাটন এবং চোরাই মালামাল উদ্ধারসহ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে অবদান রাখার জন্য জামালপুর জেলার ২০২১ সালের জুন এবং জুলাই-মাসের পুলিশ হেডকোয়ার্টার্স এর অভিন্ন মানদণ্ডের আলোকে তিনি শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন। জামালপুর পুলিশ সুপার সম্মেলন কক্ষে ৮ আগস্ট রবিবার পর পর দুই মাসের পুরস্কার একসাথে প্রদান করেন জামালপুর জেলা পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদ । এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানীসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা।
উল্লেখ্য, তিনি ইতোপূর্বেও জেলার শ্রেষ্ঠ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার নির্বাচিত হয়েছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার শাহ্ শিবলী সাদিক তার অনুভূতি ব্যক্ত করে বলেন, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার পরম শ্রদ্ধেয় সম্মানিত পুলিশ সুপার নাসির উদ্দিন স্যার এর নিকট, যিনি সর্বদা সার্বিক দিকনির্দেশনা প্রদান করেছেন। ধন্যবাদ জানাই জামালপুর সদর থানা এবং সরিষাবাড়ী থানার সকল পুলিশ অফিসার এবং সদস্যদের এবং অন্যান্য সকলকে যারা সর্বাত্মক সহযোগিতা করেছেন। সেই সাথে তিনি ধন্যবাদ জানান, পুলিশ হেডকোয়ার্টার্স এর এলআইসি শাখার অতিরিক্ত পুলিশ সুপার রকিব এবং নুরে আলমকে।
তিনি আরও বলেন, নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাওয়াটাই তার মূল লক্ষ্য। অতিরিক্ত পুলিশ সুপার শাহ্ শিবলী সাদিক এর এই সাফল্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। শিবলী সাদিক তাদের প্রতিও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।