ক্রাইম পেট্রোল ডেস্ক:
আন্দোলনের নামে বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড দুঃখজনক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ২৮ অক্টোবর যেভাবে সাংবাদিকদের রাস্তায় ফেলে পি'টিয়ে আ'হত করা হয়েছে, তা অ'মানবিক।
বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টসের (বিএফইউজে) প্রতিনিধি সম্মেলনে বৃহস্পতিবার প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রী ২৮ অক্টোবর বিএনপির স'ন্ত্রাসী কর্মকাণ্ড আন্তর্জাতিকভাবে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, সাংবাদিক ও পুলিশের ওপর হা'মলাকারীদের শাস্তি পেতেই হবে।
নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন না করে উল্টো এর বিরুদ্ধে মালিকদের মামলা করা দুঃখজনক বলে মন্তব্য করেন সরকারপ্রধান। তিনি জানান, দশম ওয়েজ বোর্ডের কাজ চলছে। টিভি সাংবাদিকদেরও ওয়েজ বোর্ডের আওতায় আনার কাজ চলছে।
অনুষ্ঠানে সাংবাদিক কল্যাণ ফান্ডে ১০ কোটি টাকা দেওয়ার ঘোষণা দেন সরকারপ্রধান।
বিএফইউজের সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।