ক্রাইম পেট্রোল ডেস্ক:
চট্টগ্রামের আনোয়ারায় ব্যাংকে যাওয়ার পথে মাস্টার ফজলুল কাদের নামে এক গরু ব্যবসায়ীকে উপর্যুপরি ছু'রিকাঘাত করে ১৫ লাখ টাকা ছি'নিয়ে নিয়ে গেছে দু'র্বৃত্তরা।
আজ রোববার (১০ নভেম্বর২০২৩ খ্রি.) সকাল সাড়ে ১০টার দিকে পিএবি সড়কের বরুমচড়া রাস্তার মাথা এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
আ'হত ভুক্তভোগী মাস্টার ফজলুল কাদের বলেন, ‘আমি সরকার হাট থেকে আনোয়ারায় ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য একটি সিএনজিতে উঠি। সেই সিএনজিতে আগে থেকেই দু'জন যাত্রী ছিলো। কিছুদূর আসার পর বরুমচড়া রাস্তার মাথার গ্যাস পাম্প সংলগ্ন এলাকায় গাড়িতে থাকা ব্যক্তিরা আমাকে ছু'রি মেরে আমার কাছে থাকা টাকাগুলো নিয়ে চলে যায়। পরে আমাকে গাড়ি থেকে ফেলে দেয়।’
নুরুল ইসলাম নামে একজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘রাস্তায় র'ক্তাক্ত অবস্থায় দেখে আমরা তাকে উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি।’
আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সাদিয়া তাবাসসুম চৌধুরী বলেন, ‘সকালে আ'হত অবস্থায় একজন পূর্ণবয়স্ক লোক এসেছিলো। চিকিৎসা শেষে স্বজনরা তাকে (বাসায়) নিয়ে গেছে।’
আনোয়ারা থানার ওসি সোহেল আহমেদ বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিভিন্ন এলাকায় অনুসন্ধান চালাচ্ছে। এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।’
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।