ক্রাইম পেট্রোল ডেস্ক:
চট্টগ্রামের আনোয়ারায় পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সং'ঘর্ষে ওসিসহ ৫ জন আহত হয়েছেন। এ সময় সিএনজিসহ বেশ কিছু গাড়ি ভা'ঙচুর করা হয়েছে।
বুধবার (১৩ ডিসেম্বর২০২৩খ্রি.) দুপুর ১১টার দিকে উপজেলার চাতরী শশী কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।
আনোয়ারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মহিউদ্দিন বলেন, 'চাতরী চৌমহনী বাজার এলাকায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের ব্যানারে কিছু লোক রাস্তা অ'বরোধ করে গাড়ি ভা'ঙচুর করে। এ সময় বাধা দিলে পুলিশের ওপর হা'মলা চালান তারা। তাদের ইট-পাটকেলের আ'ঘাতে আনোয়ারা থানার ওসি সোহেল আহমেদ আ'হত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।'
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মামুনুর রশীদ বলেন, 'গুরুতর আ'হত অবস্থায় ওসিকে হাসপাতালে নিয়ে আসা হয়। উনার ডান চোখে আ'ঘাত পেয়েছেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পাঠানো হয়েছে।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।