আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার আদমদীঘিতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক নারী আসামি রেনুকা বেগম (৪৫)কে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।
রেনুকা বেগম আদমদীঘির নসরতপুর ইউনিয়নের ডুমুরী গ্রামের আব্দুর রহমানের স্ত্রী। গত মঙ্গলবার (৬ অক্টোম্বর) সন্ধ্যায় আদমদীঘি থানার উপ-পরিদর্শক ছোলায়মান আলী গোপন সংবাদের ভিক্তিতে বগুড়ার নিশিন্দারা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন জানান, ২০০৬ সালের আদমদীঘি থানার একটি মাদকদ্রব্য অধিদপ্তরের দায়েরকৃত মামলায় বগুড়ার অতিরিক্ত দায়রা জজ আদালত-৩ এর বিচারক চলতি বছরে আসামি রেনুকা বেগমের অনুপস্থিতি তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন। রায়ের পর থেকে আসামি রেনুকা বেগম পলাতক ছিল।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।