আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি >> দেশের চলমান সাম্প্রদায়িক পরিস্থিতিতে বগুড়ার আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে আজ মঙ্গলবার এক বিশেষ আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। আরও বক্তব্য রাখেন, সিনিয়র এএসপি নাজরান রউফ, পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, ওসি জালাল উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, আওয়ামীলীগ নেতা আশরাফুল ইসলাম মন্টু, আবু রেজা খান, নাজিমুল হুদা, সাংবাদিক খায়রুল ইসলাম, ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, মাওঃ আল হেলাল জামালী প্রমূখ। সভায় উপজেলায় মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের মধ্যে ভাতৃত্ববোধ সৃষ্টি ও শান্তি বজায় রেখে মানবতার পরিচয় দিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানানো হয়। সভায় বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক, মসজিদের ইমাম, হিন্দু সম্প্রদায়ের নেতা, শিক্ষকসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।