প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ১২:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৪, ২০২০, ৮:০৩ অপরাহ্ণ
আদমদীঘিতে বিলাসবহুল গাড়ীতে মাদক পাচার, দেড় মণ গাঁজাসহ গ্রেফতার-৩

আদমদীঘি প্রতিনিধি, বগুড়াঃ
বগুড়ার আদমদীঘিতে একটি বিলাসবহুল গাড়ীতে মাদক পাচার করার সময় দেড় মণ গাঁজাসহ তিন জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
২৪ অক্টোবর বেলা পৌনে ১২টায় বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘি বাসস্ট্যাণ্ড এলাকায় ব্যারিকেড দিয়ে তাদের আটক ও বিলাসবহুল ইউসুজু টুপার-জি জীপ গাড়ীটি জব্দ করে। গ্রেফতারকৃতরা হলো, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার অনন্তপুর গ্রামের অলি উদ্দিনের ছেলে আলমগীর হোসেন (২৮), টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার চৌর দুর্গাপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে আব্দুর রহিম (৩০) ও গাড়ী চালক বরিশালের বানারীপাড়া উপজেলার আহমেদাবাদ গ্রামের ইলিয়াসের ছেলে রিপন (৫২)। এব্যাপারে থানায় মামলা হয়েছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন জানান, নারায়নগঞ্জের রুপপুর থেকে একটি বিলাসবহুল জীপ গাড়ীর সিটের নীচে অভিনব কায়দায় বিপুল পরিমাণ মাদক বহন করে নওগাঁর উদ্দেশে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪ অক্টোবর শনিবার সকালে বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফের নির্দেশনামতে ও সিনিয়র এএসপি কেএইচএম এরশাদের নেতৃত্বে ওসি জালাল উদ্দীন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ আদমদীঘি বাসস্ট্যাণ্ড এলাকায় ওঁৎ পাতেন। বেলা পৌনে ১২টায় ঢাকা মেট্রো-ঘ-১১-৩৩৫৬ নম্বর বিলাস বহুল ওই জীপ গাড়ীটি আসা মাত্র ব্যারিকেড দিয়ে থামিয়ে তল্লাশি চালিয়ে পিছনের সিটের নীচে অভিনব কাযদায় লুকানো ১৮ লক্ষাধিক টাকা মূল্যের তিনটি প্লাস্টিকের বস্তায় রাখা দেড় মণ গাঁজা উদ্ধারসহ তিন জনকে গ্রেফতার করা হয়। এই সিন্ডিকেটের অপর সদস্যদের ধরতে অভিযান চলছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।
Design & Developmen By HosterCube