আদমদীঘি প্রতিনিধিঃ
বগুড়ার আদমদীঘিতে জমিতে কীটনাশক ছিটাতে গিয়ে অগভীর নলকূপের বিদ্যুতের তারে জড়িয়ে আবু তালহা (২১) নামের এক কলেজ ছাত্র নিহত ঘটনায় বিদ্যুৎ সংযোগকারীর বিরুদ্ধে অবহেলাজনিত মৃত্যু সংক্রান্ত থানায় মামলা দায়ের করা হয়েছে।
গত মঙ্গলবার রাতে নিহত কলেজ ছাত্রের বাবা শিবপুর গ্রামের নজিবর রহমান বাদি হয়ে একই গ্রামের মজিবর রহমানের ছেলে গোলাম মোস্তফাকে আসামি করে এই হত্যা মামলা দায়ের করেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দীন জানান, গত মঙ্গলবার (৬ অক্টোম্বর) সকালে উপজেলার শিবপুর গ্রামের নজিবর রহমান ও তার ছেলে কলেজ ছাত্র আবু তালহা গ্রামের পূর্ব মাঠে তাদের জমিতে কীটনাশক ছিটাতে যান। সেখানে আবু তালহা কীটনাশ স্প্রে মেশিনে ভরিয়ে ধান ক্ষেতে কীটনাশক ছিটানো প্রস্ততিকালে একই গ্রামের গোলাম মোস্তফার অগভীর নলকূপের বাঁশের খুঁটিতে টানা বৈদ্যুতিক ছেঁড়া তারে স্পর্শ লেগে ঘটনাস্থলেই কলেজ ছাত্র আবু তালহা নিহত ও তার বাবা বাঁচাতে গিয়ে সেও আহত হন। এ ঘটনার পর পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তেরর জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাতালে মর্গে প্রেরণ করেন। রাতে নিহতের বাবা বাদি হয়ে গোলাম মোস্তফাকে আসামি করে অবহেলাজনিত মৃত্যু সংক্রান্ত এই মামলাটি দায়ের করেন। আসামিকে গ্রেফতারের তৎপরতা চলছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।